বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের on December 30, 2024 Get link Facebook X Pinterest Email Other Apps বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানেরএকই উইকেটে দুই ম্যাচ এবং দুই ম্যাচেই ১৯০ এর ওপর স্কোর দেখেছে। আজ বিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট পুরোপুরিই ছিল ব্যাটসম্যানদের। সেটা এতটাই যে, প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ১৯৭ রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের বিপক্ষে। তবে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯১ রান করে ৪০ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকাকে অবশ্য অলআউট করতে পারেনি তারা। ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৫১ রান করেছে থিসারা পেরেরার দল।বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক পক্ষে আছেন নায়ক শাকিব খানও। দলের প্রথম ম্যাচ দেখতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি, খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে। যদিও ক্রিকেট মাঠে নায়ক শাকিবের অভিষেকটা হলো হার দিয়ে। Comments
Comments
Post a Comment